bn_tw/bible/names/cityofdavid.md

1.3 KiB

দাউদের শহর

ঘটনা:

“দাউদের শহর” শব্দটি যিরুশালেম এবং বৈৎলেহেম উভয়ের জন্য আরেকটি নাম |

  • যখন তিনি ইস্রায়েলের ওপর শাসন করছিলেন তখন তিনি যিরুশালেমেই বাস করতেন |
  • বৈৎলেহেম যেখানে দাউদ জন্ম গ্রহণ করেছিলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(ইচ্চারাও দেখুন: দাউদ, বৈৎলেহেম, যিরুশালেমে)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1732, H5892, G1138, G4172