bn_tw/bible/names/cana.md

1.5 KiB

কান্না

সংজ্ঞা:

কান্না ছিল গালীল প্রদেশের একটা গ্রাম বা শহর, নাষারতের উত্তরে প্রায় নয় মেইল দূরে অবস্থিত |

  • কান্না ছিল নথনেলের শহর, সেই বারজনের একজন |
  • যীশু কান্না নগরে একটা বিবাহ বোঝে উপস্থিত ছিলেন এবং তাঁর প্রথম আশ্চর্য কাজ করেন সেখানে যখন তিনি জলকে দ্রাক্ষারসে পরিনত করেন |
  • কিছু সময় পর, যীশু কান্না নগরে ফিরে আসেন এবং কফরনাহূমের একজন সরকারী কর্মচারীর সঙ্গে দেখা করেছিলেন যিনি অনুরোধ করেছিলেন তার পুত্রকে সুস্থ করার জন্য |

(এছড়াও দেখুন: কফরনাহূম, গালীল, সেই বারোজন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G2580