bn_tw/bible/names/bashan.md

2.0 KiB

বাশন

প্রকৃত ঘটনা :

বাশন ছিল গালীল সমুদ্রের পূর্বা অঞ্চলের অংশ | এটি বিস্তৃত একটি এলাকা যা এখন সিরিয়ার একটা অংশ এবং গোলান পর্বত |

  • পুরাতন নিয়মের একটি শহর ডাকা হত “গোলান” অবস্থিত ছিল বাশন প্রদেশে |
  • বাশন ছিল খুব উর্বর একটা এলাকা পরিচিত এর ওক গাছের জন্য এবং তৃণভূমির পশুর জন্য |
  • আদিপুস্তক 14 লিপিবদ্ধ আছে যে বাশন ছিল যুদ্ধের জায়গা অনেক রাজার মধ্যে এবং তাদের দেশের মধ্যে |
  • মিশর থেকে পালানোর পর ইস্রায়েলের মরুভূমিতে বিচরণ করার সময়, বাশনের একটা অংশ দখল করেছিল |
  • একবছর পর, রাজা শলোমন উপার্জিত বস্তু সরবরহ করতেন এই প্রদেশ থেকে |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : মিশর, ওক, গালীল সমুদ্র, সিরিয়া)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H1316