bn_tw/bible/names/baruch.md

1.9 KiB

বারুক

প্রকৃত ঘটনা :

পুরাতন নিয়মে বারুক নাম অনেক লোক ছিল |

  • একজন বারুক (সব্বয়ের পুত্র) নহিমিয়ের সাথে যিরুশালেমের প্রাচীর সরানোর কাজ করেছিলেন |
  • নহিমিয়ের সময়ে, অন্য আরেকটি বারুক (কলহোষির পুত্র) একজন নেতা ছিলেন যিনি যিরুশালেমের স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলেন এটার প্রাচীর পুনঃস্থাপনের পর |
  • ভিন্ন আরেক বারুক (নেরিয়ের পুত্র) যিরমিয় ভাববাদীর সহকারী ছিলেন, ইনি তাঁকে বিভিন্নরকম প্রয়োগিক কাজে সাহায্য করেছিলেন যেমন যিরমিয়কে দেওয়া ঈশ্বরের বার্তা লিখে রাখা এবং তা লোকেদের কাছে পড়া |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: শিষ্য, যিরমিয়, যিরুশালেম, নহিমিয়, ভাববাদী)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: G1263