bn_tw/bible/names/athaliah.md

1.8 KiB

অথলিয়া

প্রকৃত ঘটনা:

যিহুদা রাজ যিহোরামের স্ত্রী অথলিয়া ছিল এক মন্দ স্ত্রী | সে ছিল ইস্রায়েল রাজ অম্রির নাতনি |

  • যিহোরামের মৃত্যুর পর অথলিয়ার ছেলে অহসিয় রাজা হন |
  • যখন তার ছেলে অহসিয় মারা গেল, তখন অথলিয়া সমস্ত রাজ পরিবারের বাকি সদস্যদের মেরে ফেলের একটা পরিকল্পনা করলেন |
  • কিন্তু অথলিয়ার ছোট নাতি যোয়াশ লুক্কায়িত/গোপনে ছিল তার পিসির সাহায্যে এবং রক্ষা পেয়েছিল হত্যা হওয়া থেকে | অথলিয়া ছয় বছর রাজত্ব করার পর, সে নিহত হয়েছিল এবং যোয়াশ রাজা হয়েছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অহসিয়, যিহোরাম, যোয়াশ, অম্রি)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H6721