bn_tw/bible/names/ararat.md

1.6 KiB

অরারট

তথ্য:

বাইবেলে, “অরারট” নাম দেওয়া হয়েছে দেশকে, রাজ্যকে এবং পর্ব্বতীয় এলাকাকে|

  • “অরারট দেশ”সম্ভবত অবস্থিত এখনকার তুর্কীর উত্তর-পূর্বাংশে |
  • অরারট সব থেকে ভালো জানাযায় পর্ব্বতের নাম হিসাবে, নোহের জাহাজ যা থামে এর ওপর মহাজলপ্লাবনের জল কমতে শুরু করার পর |
  • আধুনিক যুগে, একটি পর্ব্বত যাকে ডাকা হয় “অরারট পর্ব্বত” প্রায়ই ভাবা হয় বাইবেলের “অরারট পর্ব্বতের” অবস্থানের কথা |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: জাহাজ, নোহ

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H780