bn_tw/bible/names/arabah.md

2.2 KiB

অরাবা

প্রকৃত ঘটনা :

পুরাতন নিয়মে “অরাবা” শব্দটা প্রায়ই উল্লেখ করে একটা খুব বড় মরুভূমি এবং সমভূমি অঞ্চলের কথা যা যর্দন নদীর চারিপাশের উপত্যকা সমেত এবং এটা প্রসারিত দক্ষিন থেকে উত্তর প্রান্ত লাল সমুদ্র পর্যন্ত |

  • ইস্রায়েলীয়রা এই মরুভূমির অঞ্চলের মধ্যে দিয়ে গমন করেন তাদের মিশর থেকে কনান দেশের যাত্রায় |
  • “অরাবা সমুদ্র” এইভাবেও অনুবাদ করাযায় যেমন “সমুদ্র যা অরাবা মরুভূমির কাছে অবস্থিত | এই সমুদ্র প্রায়ই উল্লেখ করা হয় “লবন সমুদ্র” বা “মৃত সমুদ্র |”
  • “অরাবা” শব্দটি সাধারনভাবে উল্লেখ করাযায় যেকোন মরুভূমি অঞ্চলকে |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন” মরুভূমি, নলখাগড়ার সমুদ্র, যর্দন নদী, কনান, লবন সমুদ্র, মিশর)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1026, H6160