bn_tw/bible/names/aquila.md

2.1 KiB

আক্বিলা

প্রকৃত ঘটনা:

আক্বিলা ছিলেন পন্তীয় প্রদেশের একজন যিহুদী খ্রীষ্টান, কালো সমুদ্রের দক্ষিন উপকূলের একটি এলাকা |

  • আক্বিলা এবং প্রিষ্কিল্লা রোমে বাস করতেন, ইতালি, একটা সময়ের জন্য, কিন্তু তারপর রোমান সম্রাট, ক্লৌদিয়, বাধ্য করে সমস্ত যিহুদীকে রোম ছাড়তে |
  • তারপর আক্বিলা এবং প্রিষ্কিল্লা করিন্থে চলে যান, সেখানে তারা পৌলের সঙ্গে মিলিত হন |
  • তারা পৌলের সঙ্গে তাঁবু প্রস্তুতকারী হিসাবে কাজ করেন এবং তাঁকে সাহায্য করেন তাঁর সেবা কার্যে |
  • আক্বিলা এবং প্রিষ্কিল্লা দুজনে বিশ্বাসীদের যীশুর বিষয় সত্য শিক্ষা দিতেন; তাদের মধ্যে একজন বিশ্বাসী আপল্লো ছিলেন একজন প্রতিভাবান শিক্ষক |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আপল্লো, করিন্থীয়, রোম)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G207