bn_tw/bible/names/apollos.md

1.9 KiB

আপল্লো

প্রকৃত ঘটনা:

আপল্লো, মিশরের আলেকসান্দ্রিয়া শহরের একজন যিহুদা, যার একটা বিশেষ ক্ষমতা ছিল যীশুর বিষয়ে লোকেদের শিক্ষা দেওয়ার ব্যপারে |

  • আপল্লো হিব্রু শাস্ত্রবাক্যে খুবই শিক্ষিত ছিলেন এবং একজন প্রতিভাবান বক্তা ছিলেন |
  • তিনি ইফিষিয়ে দুজন খ্রীষ্টান দ্বারা পরিচালিত হয়েছিলেন, নাম আক্কিলা এবং প্রিষ্কিল্লা |
  • পৌল জোর দেয় যে সে এবং আপল্লো, একইভাবে অন্য প্রচারকরেরা এবং শিক্ষকরা, কাজ করছেন একই লক্ষে লোকেদের সাহায্য করছেন যীশুতে বিশ্বাসের জন্য |

(অনুবাদের পরামর্শ: কীভাবে নামের অনবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আক্কিলা, ইফিষিয়, প্রিষ্কিল্লা, ঈশ্বরের বাক্য)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G625