bn_tw/bible/names/corinth.md

2.0 KiB

করিন্থীয়, করিন্থীয় বাসী

ঘটনা:

করিন্থ এথেন্সের প্রায় 50 মাইল পশ্চিমে গ্রিসের একটি শহর ছিল | করিন্থীয়রা ছল সেই লোক যারা করিন্থে বসবাস করতেন |

  • করীন্থ ছিল প্রাথমিক খ্রিস্টান মন্ডলী গুলির মধ্যে একটি |
  • নতুন নিয়মের বই, 1 করিন্থীয় এবং ২ করিন্থীয় পৌলের দ্বারা লিখিত চিঠিগুলো করিন্থে বসবাসকারী খ্রিষ্টানদের কাছে লিখেছিল।
  • তাঁর প্রথম প্রচার যাত্রায়, পৌল করন্থীয়ে 18 মাস ছিলেন |
  • পৌল করন্থে আক্বিল্লা এবং প্রিস্কিল্লা সঙ্গে দেখা করেছিলেন |
  • করিন্থের সাথে যুক্ত অন্যান্য প্রাথমিক মন্ডলীর নেতারা ছিলেন তিমথীয়, তীত , আপল্লো এবং শীল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুনঃ: আপল্লো, তিমথীয়, তীত)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G2881, G2882