bn_tw/bible/names/antioch.md

2.9 KiB

অন্তিয়খিয়া

প্রকৃত ঘটনা:

নতুন নিয়মে অন্তিয়খিয়া হল দুটো শহরের নাম | একটা হল সিরিয়া, ভুমধ্যসাগরের উপকূলের কাছে | অন্যটি ছিল রোমীয় প্রদেশের পিসিদিয়া, কলসীয় শহরের কাছে |

  • স্থানীয় মন্ডলী সিরিয়ার অন্তিয়খিয়া ছিল প্রথম জায়গা যেখানে যীশুর বিশ্বাসীদের “খ্রীষ্টান” বলে ডাকা হয় | সেই মন্ডলী পরজাতিদের কাছে ধর্মপ্রচারকদের পাঠানোয় সক্রিয় ছিল |
  • যিরুশালেম মন্ডলীর নেতারা সিরিয়ার অন্তিয়খিয়া মন্ডলীর বিশ্বাসীদের কাছে একটি চিঠি পাঠান তাদের জানিয়ে সাহায্যের করার জন্য যে তাদের যিহুদী ব্যবস্থা পালন করতে হবে না খ্রীষ্টান হওয়ার জন্য |
  • পৌল, বার্ণবা এবং যোহন মার্ক পিসিদায়ার অন্তিয়খিয়ায় গেলেন সুসমাচার প্রচার করতে | কিছু যিহুদী অন্য শহর থেকে সেখানে এলেন ঝামেলা তৈরী করতে এবং তারা পৌলকে মারার চেষ্টা করলেন | কিন্তু অন্য অনেক লোকেরা, উভয়ে যিহুদী এবং পরজাতি, তারা শিক্ষা শুনলো এবং যীশুতে বিশ্বাস করল |

(অনুবাদের পরামর্শ: কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন :বার্ণবা, কলসীয়, যোহন মার্ক, পৌল, প্রদেশের, রোম, সিরিয়া)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G491