bn_tw/bible/names/abel.md

1.3 KiB

হেবল

ঘটনাবলী

হেবল ছিলেন আদম ও হবার দ্বিতীয় সন্তান তিনি ছিলেন কইন এর ছোটো ভাই

  • হেবল ছিলেন একজন মেষপালক
  • হেবল ইশ্বরকে উত্স্বর্গ করারজন্য তার কিছু পশু বলিদান করলো
  • ইশ্বর হেবল এবং তার বলিদানে খুশি হোয়েছিলেন
  • আদম এবং হবার প্রথম সন্তান কোইন হেবলকে হত্যা করে

(অনুবাদ পরামর্শ :নাম অনুবাদ করাহয় কিভাবে)

(আরো দেখো : কোইন, মেষপালক)

বাইবেল উল্লেখ :

শব্দ তথ্য:

  • Strong's: H01893, G6