bn_tw/bible/names/cain.md

2.1 KiB

কয়িন

ঘটনা :

কয়িন এবং তার ছোট ভাই হেবল বাইবেলে বর্ণিত আদম ও হবার প্রথম পুত্র ছিলেন।

  • কয়িন একজন কৃষক ছিলেন যিনি ফসল উৎপাদন করতেন এবং হেবল একজন মেষপালক ছিলেন।
  • কয়িন তার ভাই হেবলকে হিংসার পাশবর্তী হয়ে মেরেছিল কারণ ঈশ্বর হেবলের বলিদান গ্রহণ করেছিলেন কিন্তু কয়িনের বলিদান স্বীকার করেন নি।
  • শাস্তি হিসাবে, ঈশ্বর তাকে এদন থেকে দূরে পাঠিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে জমি তার জন্য ফসল ফালাবে দেবে না।
  • ঈশ্বর কয়িনের কপালের উপর একটি চিহ্ন হিসাবে দিয়েছিলেন যাতে ঈশ্বর তাকে অন্য লোকেদের দ্বারা হত্যা হওয়া থেকে রক্ষা করতে পারেন যেমন সে ঘুরে বেড়াবে |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আদম, বলিদান)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H7014, G2535