bn_tw/bible/kt/adoption.md

3.6 KiB

দত্তক গ্রহণ করা, দত্তক নেওয়া, দত্তক নেওয়া হয়েছে

সংজ্ঞা :

“দত্তক নেওয়া” বা “দত্তক গ্রহণ করা” শব্দটি উল্লেখ করে একটি পদ্ধতির যা কাউকে আইনত সন্তান করে তোলে একজন লোকের যিনি তার জাগতিক পিতা নন |

  • “দত্তক গ্রহণ করা” বা “দত্তক নেওয়া” কে বাইবেল ব্যবহার করেছে রূপক হিসাবে বর্ণনার জন্য যে কীভাবে ঈশ্বর লোকেদের তাঁর পরিবারের অংশ করতে চয়েছেন |
  • দত্তক সন্তান হিসাবে, ঈশ্বর বিশ্বাসীদের প্রস্তুত করেছেন যীশু খ্রীষ্টের সঙ্গে একইভাবে উত্তরাধিকার জন্য, ঈশ্বরের ছেলে ও মেয়ে হিসাবে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাও দিচ্ছেন |

অনুবাদের পরামর্শ :

  • এই শব্দটি অনুবাদ করা যেতে পারে আরেকটা শব্দ দিয়ে যা অনুবাদের ভাষায় ব্যবহার কার হয়েছে, পিতামাতা-সন্তানের বিশেষ সম্পর্ককে বর্ণনা করার জন্য | নিশ্চিত করুন এটা যেন বোঝা যায় যে এটার একটা রূপক বা আত্মিক মানে আছে |
  • “অভিজ্ঞতা দত্তক গ্রহণ করা ছেলের মত” এই শব্দগুচ্ছটা এইভাবেও অনুবাদ করা যেত যেমন “ঈশ্বরের সন্তান হিসাবে দত্তক গৃহীত হও” বা “ঈশ্বরের (আত্মিক) সন্তান হয়ে ওঠা |
  • “দত্তক সন্তান হওয়ার জন্য অপেক্ষা” এইভাবেও অনুবাদ করা যেত যেমন “ঈশ্বরের সন্তান হয়ে ওঠার জন্য সামনে তাকানো |”
  • “তাদের দত্তক নেওয়া” শব্দগুচ্ছটি এইভাবেও অনুবাদ করা যেত যেমন “ তাঁর নিজের সন্তানের মত তাদের গ্রহণ করা” বা “তাদের তৈরী করা তাঁর নিজের (আত্মিক) সন্তানের মত |”

(এছাড়াও দেখুন : উত্তরাধিকারী, উত্তরাধিকারসূত্রে পাওয়া, আত্মা)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: G5206