bn_tw/bible/other/heir.md

2.8 KiB

উত্তরাধিকার, উত্তরাধিকারী

বর্ণনা:

একজন “উত্তরাধিকার” হলো এক ব্যাক্তি যিনি আইনত ভাবে এক মৃত ব্যক্তির সম্পত্তি বা টাকার অধিকারী হয়৷

  • বাইবেলের সময়ে, প্রধান উত্তরাধিকারী হলো প্রথমজাত পুত্র, যেকিনা তার পিতর অধিকাংশ সম্পত্তি ও টাকা অধিকারী হয়৷
  • “উত্তরাধিকার” শব্দটি বাইবেলে ব্যাবহার করা হয়েছে এক অলঙ্কারিক শব্দ হিসেবে যার মানে একজন ব্যাক্তি যে খ্রিষ্টান আর ঈশ্বরের কাছথেকে আত্মিক উপকার পেয়েছে, তার আত্মিক পিতা৷
  • যেমন এক ঈশ্বরের সন্তান, খ্রিষ্টিয়ানর যেমন বলে যীশু খ্রিষ্টের সঙ্গে “যুক্ত উত্তরাধিকার৷” আবার এভাবেও অনুবাদ করা যায় যেমন “সহ-উত্তরাধিকার” বা “সমকক্ষ উত্তরাধিকারী, বা একই “উত্তরাধিকার৷”
  • “উত্তরাধিকার” এই শব্দটি এভাবেও অনুবাদ করা হয় যেমন “লব্ধ অংশ গ্রহণকারী” বা যেভাবেই শব্দের রূপ দেওয়া হোক না কেন এর সংযুক্তকারী অর্থের ব্যাক্তি, যে এক মৃত পিতার বা অন্য সব মৃত আত্বীয়দের সব সম্পত্তি গ্রহণ করার অধিকার রাখে৷

(অবশ্য দেখুন: প্রথমজাত, উত্তরাধিকারী)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1121, H3423, G2816, G2818, G2820, G4789