bn_tw/bible/kt/evangelism.md

2.3 KiB
Raw Permalink Blame History

প্রচারক

সংজ্ঞা:

"প্রচারক" হলেন একজন ব্যক্তি যিনি যীশু খ্রীষ্টের সুসমাচার অন্য লোকেদের বলেন|

  • "প্রচারক" এর আক্ষরিক অর্থ হল "যিনি সুসমাচার প্রচার করেন"|
  • যীশু তাঁর প্রেরিতদের যীশুতে বিশ্বাস করা এবং পাপের জন্য তাঁর বলিদানের মাধ্যমে কিভাবে ঈশ্বরের রাজ্যের অংশ হওয়া যায় সেই সম্মন্ধে সুসমাচার ছড়িয়ে দিতে পাঠিয়েছেন|
  • সমস্ত খ্রীষ্টিয়ানদের সুসমাচার প্রচার করার জন্য উত্সাহিত করা হয়েছে|
  • কিছু খ্রীষ্টিয়ানদের বিশেষ আত্মিক বরদান দেওয়া হয়েছে সক্রিয়ভাবে অন্যদের সুসমাচার প্রচার করার জন্য| এই ব্যক্তিদের কাছে প্রচার করার বরদান আছে বলা হয় এবং তাঁদের "প্রচারক" বলা হয়|

অনুবাদের পরামর্শ :

  • "প্রচারক" শব্দটি "যিনি সুসমাচার প্রচার করেন" বা "যিনি সুসমাচারের শিক্ষা দেন" বা "যিনি (যীশু  সম্মন্ধে) সুসমাচার ঘোষণা করেন" বা "সুসমাচার ঘোষণাকারী" হিসাবে অনুবাদ করা হয়|

(এছাড়াও দেখুন : সুসমাচার, আত্মা, বরদান)

বাইবেলে উল্লেখ :

শব্দ তথ্য:

  • Strongs: G20990