bn_tw/bible/kt/gift.md

3.0 KiB
Raw Permalink Blame History

উপহার

সংজ্ঞা:

"উপহার" শব্দটি কোন ব্যক্তিকে কিছু প্রদান করা বা দেওয়া বোঝায় | বিনিময়ে কোন কিছু পাবার আশা ছাড়া একটি উপহার দেওয়া হয় |

  • দরিদ্র মানুষকে টাকা, খাবার, জামাকাপড় বা অন্য কিছু দেওয়াকে "উপহার" বলা হয় |
  • বাইবেলে, ঈশ্বরের প্রতি নৈবেদ্য বা বলিদান প্রদান করাকেও উপহার বলা হয় |
  • পরিত্রাণের উপহার হল এমন বিষয় যা যীশুতে বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের দিয়েছেন |
  • নতুন নিয়মে, "উপহার" শব্দটি বিশেষ আত্মিক ক্ষমতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যা ঈশ্বর সমস্ত খ্রীষ্টিয়ানকে অন্য মানুষকে সেবা করার জন্য দিয়েছেন |

অনুবাদের পরামর্শ :

  • সাধারণ ভাবে "উপহার"এর জন্য একটি শব্দে বা বাক্যাংশে অনুবাদ করা যেতে পারে যার অর্থ হল "কোন কিছু দেওয়া" |
  • কোন ব্যক্তির কাছে ঈশ্বরের থেকে আসা উপহার বা বিশেষ ক্ষমতার প্রসঙ্গে, "আত্মার বরদান" শব্দটি "আত্মিক ক্ষমতা" বা "পবিত্র আত্মার বিশেষ ক্ষমতা" অথবা "ঈশ্বরের দেওয়া বিশেষ আত্মিক দক্ষতা" হিসাবে অনুবাদ করা যেতে পারে|

(এছাড়াও দেখুন: আত্মা, পবিত্র আত্মা)

বাইবেলে উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strongs: H0814, H4503, H4864, H4976, H4978, H4979, H4991, H5078, H5083, H5379, H7810, H8641, G03340, G13900, G13940, G14310, G14340, G14350, G33110, G54860