bn_obs-tn/content/05/10.md

1.5 KiB

তোমার একমাত্র পুত্র

05-08-এর বর্ণনাটি দেখুন৷ আকাশের নক্ষত্রদের- 04-05-এর বর্ণনাটি দেখুন৷

পৃথিবীর সকল পরিবার

এখানে “পরিবার” উল্লেখ করে পৃথিবীর উপর বিভিন্ন জাতি বা গোষ্ঠীদের, একটি পিতামাতা ও সন্তানদের মিলিয়ে পরিবারকে নয়৷

তোমার পরিবারের মাধ্যমে আর্শিবাদিত

এখানে, “পরিবার” বলতে অব্রাহামের প্রচুর বংশধরদের বোঝাচ্ছে৷ পৃথিবীর ভবিষ্যতের প্রজন্মসকল অব্রাহামের বংশধরদের কারণে অশির্বাদিত হবে৷

সবচাইতে বড় আর্শিবাদ আসবে বহু প্রজন্মের পর ঈশ্বরের নির্বাচিত দাস

এর মাধ্যমে যিনি হলেন খ্রীষ্ট বা মসীহ৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷