bn_obs-tn/content/05/08.md

1.7 KiB

তার পুত্রকে মারা

ঈশ্বর মনুষ্য বলি চেয়েছিলেন না৷ ঈশ্বর চেয়েছিলেন দেখতে যে অব্রাহাম ঈশ্বরকে তার পুত্রকে ভালবাসার চেয়েও বেশি ভালোবাসেন কি না ,আর ঈশ্বরের আজ্ঞাকারী হবেন তখনও যখন ঈশ্বর তাকে বলবেন ঈশ্বরকে তার পুত্র ফিরিয়ে দিতে৷ থামো!

ছেলেটিকে আঘাত কর না!

ঈশ্বর ইসহাককে রক্ষা করেন আর অব্রাহামকে তাকে মারার থেকে থামান৷

তুমি আমার ভয় রাখো

অব্রাহাম ঈশ্বরকে ভয় করতেন যা ঈশ্বরের প্রতি সন্মান ও আদরকে অন্তর্ভুক্ত করে৷ এই কারণেই তিনি ঈশ্বরের আজ্ঞাকারী হয়েছিলেন৷

তোমার একমাত্র পুত্র

ইশ্মায়েলও অব্রাহামের পুত্র ছিলেন কিন্তু ইসহাকই কেবল অব্রাহাম ও সারার পুত্র ছিলেন৷ ঈশ্বরের নিয়ম ইসহাকের সাথে ছিল আর ইসহাকের দ্বারা ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করবেন৷