bn_tw/bible/other/written.md

2.1 KiB

ইহা লেখা আছে

সংজ্ঞা:

শব্দটি "লিখিত আছে" বা "কি লেখা আছে" শব্দটি নতুন নিয়মে প্রায়ই দেখা যায় এবং সাধারণত নির্দেশ বা ভবিষ্যদ্বাণীগুলি যা ইব্রীয় শাস্ত্রে লেখা আছে.

  • কখনও কখনও "এটি লিখিত আছে" যা মোশির আইনে লিখিত আছে.
  • অন্য সময় ইহা হয় একটি উদ্ধৃতি যা একজন ভাববাদী পুরাতন নিয়মে লিখেছিলেন.
  • এটি অনুবাদ করা যেতে পারে "যেমন মোশির আইন-এ লেখা আছে" বা "ভাববাদীরা অনেক আগেই লিখে গেছেন" বা "মোশি বহুদিন আগে ঈশ্বরের শাস্ত্রে যা লেখা আছে তা লিখেছিলেন?".
  • আরেকটি বিকল্প হল "এটি লিখিত আছে" এবং একটি পাদটীকা দেয় যা ব্যাখ্যা করে ইহার অর্থ কী.

(আরো দেখুন: আদেশ, আইন, ভাববাদী, ইশ্বরের বাক্য)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H3789, H7559, G1125