bn_tw/bible/other/return.md

1.6 KiB

প্রত্যাবর্তন, ফিরে আসা, ফিরত, ফেরত যাওয়া

সংজ্ঞা:

শব্দ "প্রত্যাবর্তন" মানে ফিরে যাওয়া বা কিছু ফেরত দেওয়া.

  • কিছু "ফিরে" করার অর্থ এই কার্যকলাপটি আবার শুরু করার জন্য. “ফিরে যাওয়া” জায়গায় বা বাক্তি পুনরায় ঐ জায়গায় ফিরে যাওয়া .
  • যখন ইস্রায়েলীয়রা ফিরে এসেছিল পুজোর মূর্তির কাছে, তখন তারা আবার তাদের পূজা শ করতে শুরু করলো.
  • তারা যখন সদাপ্রভুর কাছে ফিরে আসলো, তখন তারা অনুতপ্ত হয়েছিল এবং সদাপ্রভুর আরাধনা করতে সুরু করলো.
  • জমি ফেরৎ দেওয়া বা কোনো জিনিস নেওয়া হয়েছিল বা গ্রহন করা হয়েছিল ইহার অর্থ সেই সম্পত্তি ফিরত দিয়ে দেওয়া সেই বাক্তি কে যার ইহা ছিল.

(আরো দেখুন: ঘুরে)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H5437, H7725, H7729, H8421, H8666, G344, G360, G390, G1877, G1880, G1994, G5290