bn_tw/bible/other/mold.md

2.6 KiB

ছাঁচ, ছাঁচের, ঢালাই করা, ঢালাই, রূপকার, সেকেলে

সংজ্ঞা:

একটা ছাঁচ হল একটা গর্ত করা কাঠের টুকরো, ধাতু বা মাটি যা ব্যবহিত হয় সোনা, রুপো বা অন্য উপকরণ তৈরীর জন্য যা নরম করা যেতে পারে এবং তারপর ছাঁচের দ্বারা আকার দেওয়া হয় |

  • ছাঁচ ব্যবহিত হত গহনা, খাবার এবং খাবারের বাসন-পত্র, অন্য জিনিস পত্র তৈরীর জন্য |
  • বাইবেলে, ছাঁচ প্রধানত মূর্তির ছাঁচের সঙ্গে যোগাযোগ রেখে উল্লেখিত হয়েছে মূর্তি হিসাবে ব্যবহারের জন্য |
  • ধাতু গরম করা হয় খুব বেশি তাপমাত্রায় যাতে সেটা ছাঁচে ঢালা যায় |
  • কিছু ঢালাই করা মানে একটা বস্তু তৈরী করা একটা নির্দিষ্ট গঠনে বা ছাঁচ ব্যবহার করে তার মত তৈরী করা বা হাত দিয়ে একটা নির্দিষ্ট গঠনে তৈরী করা |

অনুবাদের পরামর্শ:

  • এই শব্দটা এভাবেও অনুবাদ করাযায় যেমন “গঠন” বা “আকার” বা “বানানো |”
  • “ঢালাই” শব্দটা এভাবেও অনুবাদ করা যায় যেমন “আকারে” বা “গঠনে |”
  • “ছাঁচ” বস্তুটা এভাবে সম্ভাবত একটা শব্দাংশে বা শব্দ দিয়ে অনুবাদ করাযায়, যার মানে, “পাত্রের আকারে” বা “খোদাই করা পাত্র |”

(এছাড়াও দেখুন: দেব-দেবী,সোনা,দেব-দেবী,রুপো)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4541, H4165, G4110, G4111