bn_tw/bible/other/member.md

1.8 KiB

সদস্য, সদস্যরা

সংজ্ঞা:

“সদস্য” শব্দটা শরীর বা দলের একটা অংশকে বোঝায় |

নতুন নিয়ম খ্রীষ্টানদের খ্রীষ্টের দেহের “সদস্য” হিসাবে বর্ণনা করে | খ্রীষ্ট বিশ্বাসীরা একটি দলের অন্তর গত যা অনেক সদস্যে গঠিত হয় |

  • যীশু খ্রীষ্ট হল দেহের মস্তক এবং প্রত্যেক বিশ্বাসীর শরীরের সদস্য হিসাবে কাজ আছে | পবিত্র আত্মা শরীরের প্রতিটি সদস্যকে পুরো শরীরকে ভালভাবে কাজ করার জন্য বিশেষ ভূমিকা প্রদান করেছেন |
  • একজন ব্যক্তি যিনি দলে অংশ নেন যেমন যিহুদী পরিষদ এবং ফরীশীদের দল তাকে ওই দলগুলোর “সদস্য” বলা হয় |

(এছড়াও দেখুন: শরীর,ফরীশী,পরিষদ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1004, H1121, H3338, H5315, H8212, G1010, G3196, G3609