bn_tw/bible/other/meek.md

1.5 KiB

নম্র, নম্রতা

সংজ্ঞা:

“নম্র” শব্দটা একজন ব্যক্তিকে বর্ণন করে যিনি ভদ্র, বিনয়ী, এবং অন্যায় সহ্য করতে ইচ্ছুক | নম্রতা হল ভদ্র হওয়ার সক্ষমতা এমনকি যখন রুড়তা বা জোর মনে হয় সঠিক |

  • নম্রতা প্রায়ই নত অবস্থার সঙ্গে যুক্ত থাকে |
  • এই শব্দটা এভাবেও অনুবাদ করা যায় যেমন “ভদ্র” বা “হালকা-আচরণবিশিষ্ট” বা “মিষ্টি মেজাজ |”
  • “নম্রতা” শব্দটা এভাবেও অনুবাদ করা যায় যেমন “ভদ্রতা” বা “নম্রতা |”

(এছাড়াও দেখুন: নম্র)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H6035, H6037, H6038, G4235, G4236, G4239, G4240