bn_tw/bible/other/lust.md

2.3 KiB

কামনা, কামনাগুলো, কামনাময়, কামনাপূর্ণ

সংজ্ঞা:

কামনা হল একটা প্রবল ইচ্ছা, সাধারণত পাপপূর্ণ বা অনৈতিক কিছু চাওয়ার প্রেক্ষাপটে | কামনা করা হল কামনা থাকা |

  • বাইবেলে, “কামনা” সাধারনত উল্লেখ করে কারোর প্রতি যৌন ইচ্ছা নিজের পতিপত্নি ছাড়া অন্য কেউ |
  • কিছুসময় এই শব্দটা রূপকার্থে ব্যবহিত হত মূর্তিপূজা করার জন্য |
  • প্রেক্ষাপটের উপর নির্ভর করে, “কামনা” এভাবেও অনুবাদ করা যাতে পারে যেমন “ভুল ইচ্ছা” বা “প্রবল ইচ্ছা” বা “অন্যায় যৌন ইচ্ছা” বা “প্রবল অনৈতিক ইচ্ছা” বা “পাপ করার প্রবল ইচ্ছা |”
  • “কামনার পর” শব্দাংশটা এভাবেও অনুবাদ করা যায় যেমন “অন্যায় ইচ্ছা” বা “কিছুর ব্যাপারে অনৈতিক চিন্তা” করা বা “অনৈতিক ইচ্ছা” করা |”

(এছাড়াও দেখুন: ব্যভিচার,মিথ্যা ঈশ্বর)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H183, H185, H310, H1730, H2181, H2183, H2530, H5178, H5375, H5689, H5691, H5869, H7843, H8307, H8378, G766, G1937, G1938, G1939, G1971, G2237, G3715, G3806