bn_tw/bible/other/leopard.md

1.7 KiB

চিতাবাঘ, চিতাবাঘরা

ঘটনা:

একটি চিতাবাঘ হল বিড়ালের মত, বন্য পশু যা বাদামীর সঙ্গে কালো ছাপ |

  • একটি চিতাবাঘ হল একধরনের পশু যা অন্য পশুদের ধরে এবং তাদের খায় |
  • বাইবেলে, হঠাৎ বিপর্যয় চিতাবাঘের সঙ্গে তুলনা করা হয়, যা হঠাৎ ছোঁ মারে এটার শিকার |
  • ভাববাদী দানিয়েল এবং প্রেরিত যোহন দর্শনের ব্যপারে বলেছেন যাতে তারা একটা পশু দেখে ছিলেন যা দেখতে চিতাবাঘের মত |

(এছাড়াও দেখুন: কিভাবে অজানার অনুবাদ করতে হয়)

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: পশু, দানিয়েল, শিকার, দর্শন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5245, H5246