bn_tw/bible/other/learnedmen.md

2.6 KiB

জ্ঞানী মানুষ, জোতিষী

সংজ্ঞা:

মথির বর্ণনা খ্রিষ্টের জন্ম, “জ্ঞানী” বা “শিক্ষিত” মানুষ হলেন “পন্ডিত মানুষ” যারা বৈৎলেহেমে যীশুর কাছে উপহার নিয়ে এসেছিল তাঁর জন্মের কিছুদিন পর | তারা হয় “জোতিষী” ছিল, লোকেরা যারা নক্ষত্র নিয়ে পরেশুনা করত |

  • ইস্রায়েলের পূর্ব দিকের এক দূর দেশ থেকে এই লোকরা অনেক লম্বা যাত্রা করে এসেছিল | এটা সঠিকভাবে জানা নেই কথা থেকে তারা এসেছিল বা তারা করা ছিল | কিন্তু তারা সম্ভবত পন্ডিত ছিল যারা নক্ষত্র নিয়ে পড়াশুনা করেছিল |
  • তারা হয়তো পন্ডিত লোকেদের বংশধর ছিল যারা ব্যবিলনীয় রাজাদের সেবা করত দানিয়েলের সময় এবং যারা অনেক বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, এর মধ্যে অন্তর্গত ছিল নক্ষত্র নিয়ে পড়াশুনা এবং স্বপ্নের ব্যখ্যা |
  • প্রথাগতভাবে এটা বলা হয়ে থাকে যে সেখানে তিনজন পন্ডিত বা জ্ঞানী মানুষ ছিল কারণ তারা যীশুর কাছে তিনটি উপহার এনেছিল | যাইহোক, বাইবেল পাঠ্যাংশ কত জন ছিল তা বলে না |

(এছাড়াও দেখুন: ব্যবিলন, বৈৎলেহেম,দানিয়েল)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1505, G3097