bn_tw/bible/other/integrity.md

1.8 KiB
Raw Permalink Blame History

সত্ততা

সংঘা:

“ আখন্ডটা ” মানে “সত্য”নৈতিক নীতি আচরণ এবং অখন্ডতা আছে বলে .

  • অখন্ডতা থাকা মানে বেছে নেওয়া কোনটি সত্য বা সঠিক যখন কেও আমাকে দেখবে না .
  • কিছু বাইবেলের চরিত্র যেমন জোসেফ এবং দানিয়েল নিজেদের জীবনে সেই অখন্ডতা দেখিয়ে ছিল ফলে তারা মন্দ কে না বেছে নিয়েছিল ঈশ্বরের বাধতাকে
  • হিতোপদেশ এর বই বলে যে দরিদ্র আপন সিদ্ধতাই চলে সে কুটিল হীনবুদ্ধি অপেক্ষা ভালো .

অনুবাদের অনেচ্ছেদ

অখন্ডতা শব্দ্দতি এই ভাবে অনুবাদ করা যেতে পারে “ সত্ততা” বা “সিদ্ধতা” বা “ সত্য আচরণ” বা একটি নির্ভয় যোগ্য অভিনয় .

(আরো দেখো : দানিয়েল, জোসেফ)

বাইবেল অন্নুচ্ছেদ :

শব্দ তথ্য:

  • Strong's: H3476, H6664, H6666, H8535, H8537, H8538, H8549, G4587