bn_tw/bible/other/instruct.md

2.7 KiB
Raw Permalink Blame History

নির্দেশ, নির্দেশ করা, নিদিষ্ট, নির্দেশিকা, নির্দেশ দেওয়া, নির্দেসক

ঘটনা :

“ নির্দেশ” বা “ নির্দেশিকা” বাবহার করা হয় সম্পূর্ণ নির্দেশিকা বা নির্দেশবলী দেওয়া যে কি করতে হবে .

  • “ নির্দেশিকা দেওয়া” মানে বিশেষ ভাবে বলা তাকে কি করতে হবে .
  • যখন যিশু তার শিষদের রুটি ওহ মাছ লোকেদেরকে দেবার জন্য দিল ভালো করে নির্দেশ দিয়েছিল কি ভাবে দেবে.
  • প্রসঙ্গের উপর নির্ভর করে “ নির্দেশ” শব্ব্দতি এইভাবে অনুবাদ করা যেতে পারে “ বলা” বা “ নির্দেশ দেওয়া” বা “শিক্ষা দেওয়া” “নির্দেশমালা দেওয়া”.
  • পরিভাষা “নির্দেশ দেওয়া” এই ভাবে অনুবাদ করা যেতে পারে “ অভিমুখ” বা “ জবাবদিহি” বা “ সে সে আপনাকে যা বলেছে তা করা”.

“ যখন ঈশ্বর কিছু নির্দেশ দিয়েছে, এই মানে এই ভানে অনুবাদ করা যেতে পারে যেমন “ আদেশ” বা “ নির্দেশ”.

(আরো দেখো : আদেশ, ফরমান, শিক্ষা)

বাইবেল অন্নুছেদ:

শব্দ তথ্য:

  • Strong's: H241, H376, H559, H631, H1004, H1696, H1697, H3256, H3289, H3384, H4148, H4156, H4687, H4931, H4941, H5657, H6098, H6310, H6490, H6680, H7919, H8451, H8738, G1256, G1299, G1319, G1321, G1378, G1781, G1785, G2322, G2727, G2753, G3559, G3560, G3614, G3615, G3624, G3811, G3852, G3853, G4264, G4367, G4822