bn_tw/bible/other/image.md

3.4 KiB

ছবি, ছবিগুলি, আঙ্কিত ছবি, আঙ্কিতছবিগুলি,গলিত ধাতুর ছবিগুলি,নাক্সা, নাক্সাগুলি, আঙ্কিত ছবির নাকশা, আঙ্কিত ছবির নাকাগুলি, গলিত ধাতুর নাক্সা, গলিত ধাতুর নাক্সাগুলি।

সাঙ্ঘা

এই পরিভাষাগুলি বেভহার করা হই মূরতি কে বঝাবার জন্য যা তারা মিথ্যা দেবতার আরাধনার জন্য তইরি। দেবতার আরাধনার আনুসজ্ঞ বোঝাতে “ছবি” ছোট আকার “আঙ্কিত ছবি”।

  • “আঙ্কিত ছবি” বা “ গঠন ” হচ্ছে কাঠের তৈরি যা দেখতে পশু বা মানুষের মত।
  • একটি “ গলা ধাতুর আকার” হচ্ছে বিষয় বা কলপ যা তৈরি হয় গলা ধাতু পাত্রে ধেলে পশু বা মানুষের আকার দেওয়া।
  • এই কাঠের এবং ধাতুর কালপ বেবহার করা হই মিথ্যা ইস্বাররের আরাধনার জন্য।
  • ছবি” যখন মুতির জন্য ব্যবহার করা হই তুখন কাঠ বা ধাতুর মুরতি কে বঝাই।

আনুবাদ সম্পরকে পরামর্স

যখন মূরতি কে বোঝাতে “ ছবি” কথাটি ব্যবহার করা হই তখন আরেকভাবে আনুবাদ করা হয়ে থাকে যা “ খদাই” বা “ উতকিরন ছবি” বা “ কোন ধর্মীয় কলপ”

  • এটি আর স্পষ্ট হতে পারে অন্য ভাষাতে যা সবসময় বেবহার করা হয়ে থাকে বর্ণনামূলক শব্দ যেমন “ আকা ছবি” বা “ গলিত ধাতুর আকার মত” সেইখানেও যেখানে আসলে “ছবি” বা “কলপ”বেবহার করা হয়েছে পাথে।
  • নিশ্চয় করা এই কলপ তি আলাদা যা ব্যেবহার করা হয়েছে ইস্বারের স্বারুপ।

(আর দেখঃ মিথ্যা ঈশ্বর, ঈশ্বর, মিথ্যা ঈশ্বর)

বাইবেল উল্লেখঃ

শব্দ তথ্য:

  • Strong's: H457, H1544, H2553, H4541, H4676, H4853, H4906, H5257, H5262, H5566, H6091, H6456, H6459, H6754, H6755, H6816, H8403, H8544, H8655, G1504, G5179, G5481