bn_tw/bible/other/household.md

1.5 KiB

পরিবার, পরিবারে

বর্ণনা:

“পরিবার” শব্দটি বলতে তাদের বোঝাত যারা একই সাথে একই বাড়িতে বাস করে, এর মধ্যে পরিবারের সকল সদস্য ও চাকররাও রয়েছে৷

  • পরিবারের যিনি কর্তা তিনি কর্মচারীদের কাজের নির্দেশ দেন এবং সম্পত্তির দেখাশুনা করেন৷
  • কখনো “পরিবার” কথাটি অন্য রূপেও ব্যাবহার করা হয়, যেমন গত পরিবারের কেউ একজন, বিশেষ করে তার বংশধর৷

(অবশ্য দেখুন: বাড়ি)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H1004, H5657, G2322, G3609, G3614, G3615, G3616, G3623, G3624