bn_tw/bible/other/horror.md

1.4 KiB

ভয়, বিভীষিকা, ভয়ঙ্কর, ভয়ংকরভাবে, সন্ত্রাসিত, আতঙ্কিত করা

বর্ণনা:

“ভয়” শব্দটি বলতে এক অতি তীব্র ভয় ও সন্ত্রাসের অনুভুতিকে বোঝায়৷ এক ব্যাক্তি যে ভয় পেয়েছে তাকে বলা হয় “সন্ত্রাসিত৷”

  • ভয় কথাটি নাটকীয় এবং সাধারণ ভয়ের থেকে তীব্র৷
  • সাধারণত যখন কেউ সন্ত্রাসিত হয় তারা প্রচন্ড ধাক্কা প্রাপ্ত বা স্তব্ধ৷

(অবশ্য দেখুন: ভয়, সন্ত্রাস)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H367, H1091, H1763, H2152, H2189, H4032, H4923, H5892, H6343, H6427, H7588, H8047, H8074, H8175, H8178, H8186