bn_tw/bible/other/haughty.md

1.9 KiB
Raw Permalink Blame History

অহংকারী

সংঘা :

“অহংকারী” শব্দতি মানে গর্বিত বা দাম্ভিক । কেও যদি অহংকারী হয় সে নিজেকে খুব উচ্চ মনে করে ।

  • অনেকসময় এই শব্দটি এই অর্থ বোঝাই একজন গর্বিত বেক্তি যিনি ঈশ্বরের উদ্দেশে পাপ করে চলেছেন ।
  • কেও যদি অহংকারী সে নিজের বিসয়ে গর্ব করে ।
  • একজন অহংকারী বেক্তি বোকা, বুদ্ধিমান নয় ।
  • এই শ এইভাবে শব্দদতি এইভাবে অনুবাদ করা যায় “গর্ব” বা “অভিমানী” বা “ সার্থপর”।
  • রূপক অর্থে “ গর্বিত চক্ষু” এইভাবে অনুবাদ করা যেতে পারে “ গর্বিত চক্ষু দিয়ে দেখা” বা “ অন্যকে ছোট করে দেখা” বা “গর্বিত লোক যে অন্যদের নিচে দেখে”।

(আরো দেখো: বড়াই করা, অহংকার)

বাইবেলের পদগুলো:

শব্দ তথ্য:

  • Strong's: H1361, H1363, H1364, H3093, H4791, H7312