bn_tw/bible/other/gird.md

2.4 KiB

কোমর বন্ধনী(বেল্ট), কোমর বন্ধ

সংজ্ঞা

“কোমর বন্ধনী" শব্দটির অর্থ হল কোনো কিছুকে কোনো কিছুর চারিদিকে বাঁধা৷ এটি প্রায় সময়ই কোনো বেল্ট বা কাপড়ের পাড়কে বোঝায় যা পোশাককে সঠিকভাবে রাখার জন্য কোমরের চারিদিকে জড়ানো হয়৷

  • এক বিশেষ পরিচিত বাইবেলের বাক্য, “কোমর বাঁধ,” যার অর্থ হল কোনো পোশাকের নিম্ন ভাগ কোনো বেল্টের মধ্য গোঁজা, যাতে একজন ব্যক্তি খুব স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন বা, তার কাজ ভালোভাবে করতে পারেন৷
  • এই বাক্যটির আর একটি মানে হতে পারে, “কাজের জন্য প্রস্তুত হও” বা, কোনো কঠিন কিছু করার জন্য প্রস্তুত হও৷
  • "কোমর বাঁধ” এই উক্তিটিকে নির্দিষ্ট ভাষার ভঙ্গি অনুযায়ী অনুবাদও করা যেতে পারে৷ বা এটিকে রূপক অর্থেও অনুবাদ করা যেতে পারে, “কাজের জন্য প্রস্তুত হও” বা, “তুমি নিজেকে তৈরী কর৷”

“কোমর বন্ধর দ্বারা” উক্তিটিকে এইভাবেও অনুবাদ করা যেতে পারে, “বেড় দিয়ে” বা, “জড়ানোর দ্বারা” বা, “বেল্ট দিয়ে৷”

(একইসঙ্গে দেখুন: কোমর)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H247, H640, H2290, H2296, H8151, G328, G1241, G2224, G4024