bn_tw/bible/other/generation.md

3.7 KiB
Raw Permalink Blame History

প্রজন্ম বা বংশধর

সংজ্ঞা

“প্রজন্ম” বলতে একদল লোককে বোঝায় যারা সেই একই সময় কালের মধ্যই জন্ম গ্রহণ করেছেন৷

  • একটি প্রজন্ম বলতে অনেকসময় একটি নির্দিষ্ট সময়কালকেও বোঝানো হয়৷ বাইবেলের সময়ে একটি প্রজন্ম বলতে প্রায় বছরের সময়কালকে বোঝানো হত৷
  • পিতা-মাতা ও তাদের সন্তানদের প্রজন্ম দুটি ভিন্ন প্রজন্ম৷
  • বাইবেলের সময়ে এই “প্রজন্ম্ম” শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করা হত কিছু লোকের একই রকমের চরিত্রকে বোঝানোর জন্য৷

অনুবাদের আভাস

  • “এই প্রজন্ম” বা “এই প্রজন্মের লোকেরা” শব্দটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, “সেই সমস্ত লোকেরা যারা এখন জীবিত আছে” বা, “তোমরা লোকেরা৷”

“এই অধার্মিক প্রজন্ম” শব্দটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, “সেই সমস্ত অধার্মিক লোকেরা যারা এখন জীবিত আছে৷”

  • “এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম”বা, “এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম এই উক্তিটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে, “সেই সমস্ত লোকেরা একই সঙ্গে তাদের সন্তান ও নাতিপুতিরা যারা জীবিত এখন জীবিত আছে” বা, “সমস্ত সময়ের লোকেরা” বা, “বর্তমান ও ভবিষ্যতের সেই সমস্ত লোকেরা,” বা, “সমস্ত লোক ও তাঁদের বংশধরেরা৷”
  • “এক জাতি আসবে তাঁর সেবা করার জন্য; আর তারাই সদাপ্রভুর সম্পর্কে তাদের পরের প্রজন্মকে বলবে”উক্তিটি এইভাবে অনুবাদ করা যেতে পারে “ভবিষ্যতে অনেকেই সদাপ্রভুর সেবা করবে এবং তাদের সন্তান এবং নাতিপুতিদের তাঁর সম্পর্কে বলবে|”

(দেখুন : বংশধর, লেবি, পূর্বপুরুষ)

বাইবেলের পদগুলি :

শব্দ তথ্য: