bn_tw/bible/other/drunk.md

2.1 KiB

মত্ত, মাতাল

তথ্য:

“মত্ত” শব্দটির অর্থ হল আয়্লকোহলযুক্ত পানীয় অত্যাধিক পান করে উন্মত্ত হয়ে যাওয়া|

  • “মাতাল” হল এক লোক যে প্রায়ই মত্ত| এই ধরনের লোকদেরকে “মদ্যপ” হিসাবেও উল্লেখ করা যেতে পারে|
  • বাইবেল বলে বিশ্বাসীরা আয়্লকোহলযুক্ত পানীয়তে মত্ত হবে না, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হবে|
  • বাইবেল শিক্ষা দেয় যে উন্মত্ততা হল মূর্খতাপূর্ণ এবং একজন লোককে অন্যভাবে পাপ করার জন্য প্রভাবিত করে|
  • “মত্ত” শব্দটি অন্যভাবে অনুবাদের ক্ষেত্রে “প্রমত্ত” বা “উন্মত্ত” বা “অত্যাধিক আয়্লকোহলে থাকা” বা “গেঁজিয়ে ওঠা পানীয়তে পরিপূর্ণ” এগুলি যুক্ত হতে পারে|

(আরো দেখো: দ্রাক্ষারস)

বাইবেলের উল্লেখগুলি

শব্দ তথ্য:

  • Strong's: H5433, H5435, H7301, H7302, H7910, H7937, H7941, H7943, H8354, H8358, G3178, G3182, G3183, G3184, G3630, G3632