bn_tw/bible/other/contempt.md

2.6 KiB

অবজ্ঞা, ঘৃণিত

ঘটনা :

“অবজ্ঞা” শব্দটা উল্লেখ করে একটা গভীর অসম্মান এবং অপমানের যা কোনো কিছুর বা কারোর প্রতি দেখানো হয় | কোনকিছু যা অত্যন্ত অসম্মানজনক বলা হয় “অবমাননাকর |”

  • একজন ব্যক্তির বা তার ব্যবহার যা দেখায় ঈশ্বরের প্রতি প্রকাশ্য অসম্মান দেখায় যাকে বলে “তুচ্ছ্কৃত” এবং এভাবেও অনুবাদ করা যাতে পারে যেমন “অত্যন্ত অসম্মানজনক” বা “সূম্পূর্ণ অপমানকর” বা “প্রাপ্য অপমান |”
  • কাউকে “অবজ্ঞায় দেখা” করার অর্থ কোন ব্যক্তিরকে কম মূল্য হিসাবে বিবেচনা করা বা নিজের থেকে কম যোগ্য বলে বিচার করা |
  • অনুবর্তীত অভিব্যক্তির একইরকম অর্থ আছে: “অবজ্ঞা করা” বা “অবজ্ঞা দেখানো” বা “ এই সমস্তের অর্থ “অত্যন্ত অপমানকর” বা “অত্যন্ত অসম্মান” কোন কিছুকে বা কেউ যা এরকম কিছু করেছে বা বলেছে |
  • যখন রাজা দাউদ ব্যভিচার এবং হত্যার দ্বারা পাপ করলেন, ঈশ্বর বলেন যে দাউদ ঈশ্বরের প্রতি “অবজ্ঞা দেখায় |” এর অর্থ হচ্ছে, তিনি এভাবেই ঈশ্বরকে অতন্ত্য অপমান ও অসম্মান করেছেন।

(এছাড়াও দেখুন: অসম্মান

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H936, H937, H959, H963, H1860, H7043, H7589, H5006, G1848