bn_tw/bible/other/chaff.md

1.4 KiB

তুষ

সংজ্ঞা:

তুষ হল একটা সুকনো দানা শস্যের রক্ষ আবরণ | তুষ খাবার জন্য ভালো নয় তাই লোকেরা শস্য থেকে এটাকে আলাদা করে এবং ফেলে দেয় |

  • প্রায়ই, শস্য মাথার ওপরে বাতাসে ছুড়ে তুষ থেকে আলাদা করা হয় | বাতাস তুষকে উড়িয়ে নিয়ে যায় এবং শস্য নিচে মাটিতে পড়ে যায় | এই পদ্ধতিতাকে “ঝরায় করা” বলা হয় |
  • বাইবেলে, এই শব্দটা রূপকার্থে ব্যবহিত হয়েছে উল্লেখ করার জন্য মন্দ মানুষদের এবং মন্দ, মূল্যহীন জিনিসের |

(এছাড়াও দেখুন: শস্য, গম, ঝাড়া)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2842, H4671, H5784, H8401, G892