bn_tw/bible/other/biblicaltimeyear.md

2.6 KiB

বছর, বছরের

সংজ্ঞা:

যখন আক্ষরিকভাবে ব্যবহিত হয়, “বছর” শব্দটা বাইবেলে উল্লেখ করে একটি সময় কালের যা স্থায়ী হয় 365 দিনের | এটি চন্দ্র পঞ্জিকা অনুযায়ী হয় যা নির্ভর করে চাঁদ কত সময় নিচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরতে |

  • একটি বছর আধুনিক দিনের সূর্য পঞ্জিকাই স্থায়িত্ব পায় 365 দিন ভাগ হত 12 মাসে, নির্ভর করে পৃথিবী কতসময় নিচ্ছে সূর্যের চারিদিকে ঘুরতে |
  • দুটো পঞ্জিকা পদ্ধতিতেই এক বছর হয় 12 মাসে | কিন্তু একটা অতিরিক্ত 13তম মাস কিছুসময় চন্দ্র পঞ্জিকায় যুক্ত হয় একটা সত্য পূরণ করার জন্য যে চন্দ্র পঞ্জিকা বছর সূর্য পঞ্জিকার বছরের চেয়ে 11 দিন কম | এটা সাহায্য করে দুটো পঞ্জিকাকে একে অপরের সাথে সারিতে রাখতে|
  • বাইবেলে, “বছর” শব্দটা রূপক অর্থেও ব্যবহিত হয়, যখন কোন বিশেষ ঘটনা ঘটে তা সাধারণ সময়কে বোঝায় | এর উদাহরণের অন্তর্গত, “সদাপ্রভুর বত্সর” বা “খরার বত্সরে” বা “প্রভুর প্রসন্নতার বত্সরে |” এই প্রেক্ষাপটে, “বছর” এভাবেও অনুবাদ করা যায় যেমন “সময়” বা “ঋতু” বা “সময় কাল |”

(এছাড়াও দেখুন: মাস)

বাইবেল তথ্যসুত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3117, H7620, H7657, H8140, H8141, G1763, G2094