bn_tw/bible/other/awe.md

1.7 KiB

সশ্রদ্ধ ভয়, বিস্ময়কর

সংজ্ঞা:

“ সশ্রদ্ধ ভয়” শব্দটা উল্লেখ করে বিস্ময়ের অনুভুতি এবং আন্তরিক শ্রদ্ধা যা আসে মহৎ কিছু দেখার থেকে |

  • “বিস্ময়কর” শব্দটা ব্যখ্যা করে কাউকে বা কোন কিছুকে যা সশ্রদ্ধ ভয়ের উদ্রেক ঘটে |
  • ভাববাদী যিহিষ্কেল ঈশ্বরের মহিমার দর্শন দেখেন যা ছিল “বিস্ময়কর” বা “সম্ভ্রমের উদ্রেক |”
  • সাধারনত মানুষের প্রতিক্রিয়া ঈশ্বরের উপস্থিতিতে সশ্রদ্ধ ভয়ের প্রদর্শন, যার অন্তর্গত: ভয়, প্রণিপাত বা হাঁটু গেড়ে বসা, মুখু ঢাকা এবং কাঁপা |

(এছাড়াও দেখুন: ভয়, মহিমা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H366, H1481, H3372, H6206, H7227, G2124