bn_tw/bible/other/ash.md

2.6 KiB

ছাই, ছাইভস্ম, ধুলো

প্রকৃত ঘটনা:

“ছাই” বা “ছাইভস্ম” শব্দটা উল্লেখ করে ধূসর চূর্ণিত পদার্থ যা পরে থাকে কাঠ পুড়ে যাওয়ার পর | এটি কিছুসময় রূপক হিসাবে উল্লেখ করে কিছু যা মূল্যহীন বা বেকার |

  • বাইবেলে কিছুসময় “ধূলো” শব্দটা ব্যবহিত হয় যখন ছাইয়ের ব্যপারে কথা হয় | এটি এও উল্লেখ করেতে পারে মিহি, আলগা ধূলো যা শুকনো মাটিতে তৈরী হতে পারে |
  • একটি “ছাইয়ের ঢিপি” হল ছাইয়ের গাদা |
  • প্রাচীন কালে, ছাইয়ে বসা ছিল একটা শোক বা মনস্তাপের চিহ্ন |
  • যখন মনস্তাপ হয়, এটি একটি প্রথা ছিল খারাপ, ছেঁড়া চট জাতিয় কাপড় পরা এবং ছাইয়ে বসা বা মাথায় ছাই ছড়ানো |
  • মাথায় ছাই দেওয়াও একটা অপমান বা লজ্জার চিহ্ন |
  • কোন কিছু মূল্যহীন বিষয়ের জন্য লড়াই করা কে, বলা হয় “ছাই ভক্ষন |”
  • যখন “ছাই” অনুবাদ করা হয়, ব্যবহার করুন প্রকল্প ভাষা যা উল্লেখ করে পুড়ে যাওয়া অবশিষ্টাংশ কাঠ পুড়ে যাওয়ার পর |
  • মনে রাখবেন যে “ভস্ম গাছ” হল একটি সম্পূর্ণ আলাদা শব্দ |

(এছাড়াও দেখুন: আগুন, চট জাতীয় কাপড়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H80, H665, H666, H766, H1854, H6083, H6368, H7834, G2868, G4700, G5077, G5522