bn_tw/bible/other/angry.md

1.9 KiB

ক্রোধ, ক্রোধান্বিত, রাগ,

সংজ্ঞা :

“রেগে যাওয়া” বা “রাগ থাকা” মানে খুব অখুশি হওয়া, বিরক্ত হওয়া এবং কোন ব্যপারে দুঃখ পাওয়া বা কারোর বিরুদ্ধে দুঃখ পাওয়া |

  • যখন লোকেরা রেগে যায়, তারা প্রায়ই পাপময় এবং স্বার্থপরতার কারণে রাগে, কিন্তু কিছুসময় তাদের ধার্মিকতার রাগ থাকে অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে |
  • ঈশ্বরের রাগ (এছাড়াও “প্রচন্ড ক্রোধ” বলা হয়) প্রকাশ করে তাঁর ভীষণ বিরক্তি পাপের ব্যপারে |
  • “রাগানোর জন্য প্ররোচিত করা” মানে “রাগের কারণ |”

(এছাড়াও দেখুন: ক্রোধ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H599, H639, H1149, H2152, H2194, H2195, H2198, H2534, H2734, H2787, H3179, H3707, H3708, H3824, H4751, H4843, H5674, H5678, H6225, H7107, H7110, H7266, H7307, G23, G1758, G2371, G2372, G3164, G3709, G3710, G3711, G3947, G3949, G5520