bn_tw/bible/other/alarm.md

2.8 KiB

বিপদসংকেত , বিপদসঙ্কেতধ্বনি, আতঙ্কজনিত শব্দ

ঘটনা

বিপদসঙ্কেত হল এমন একটা-কিছু যা লোকেদের সাবধান করে কোন কিছুর ব্যপারে যা তাদের ক্ষতি করতে পারে | “আতঙ্কগ্রস্থ” বলতে বোঝায় খুব চিন্তার বা ভয়ের কোনকিছু সাংঘাতিক বা হানিকারক ব্যপারে

  • রাজা যিহোশাফট আতঙ্কিত হয়েছিল যখন তিনি শুনেছিলেন যে মোয়াবীয়রা যিহূদা রাজ্য আক্রমন করার পরিকল্পনা করছে |
  • যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন আতঙ্কিত না হতে যখন তারা শেষদিনের ব্যপারে কোন বিপর্যয়ের কথা শুনে |
  • অভিব্যক্তি “আতঙ্কজনিত শব্দ” মানে বিপদ সঙ্কেত দেওয়া | প্রাচীনকালে, একজন লোক বিপদসঙ্কেত করতে পারত আওয়াজ/চিত্কার করে |

অনুবাদের পরামর্শ

  • “কাউকে বিপদসঙ্কেত” দেওয়ার মানে “কাউকে কিছু চিন্তা কারার কারণ ঘটান” বা “কারোর জন্য চিন্তা করা |”
  • “কাউকে বিপদসঙ্কেত” এইভাবেও অনুবাদ করাযায় যেমন “চিন্তিত হও” বা “ভিত হও” বা “মনোযোগী হও”
  • “বিপদ সংকেতের শব্দের” অভিব্যক্তি এইভাবেও অনুবাদ করাযায় “সর্বজনীন সতর্ক” বা “ঘোষণা করা যে বিপদ আসছে” বা “বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য শিঙ্গা ফোঁক”

(এছাড়াও দেখুন : যিহসাফট, মোয়াব)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H7321, H8643