bn_tw/bible/names/potiphar.md

1.4 KiB

পোটীফর

তথ্য:

পোটীফর মিশরের ফৌরনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন যে সময়ে ইশ্মায়েলীয়দের কাছে একজন দাস হিসেবে যোষেফকে বিক্রি করা হয়েছিল.

  • পোটীফর ইশ্মায়েলীয়দের কাছ থেকে যোষেফকে কিনেছিলেন এবং তাকে তার পরিবারের দায়িত্বে নিযুক্ত করেছিলেন.
  • যোষেফ যখন ভুল কাজ করার মিথ্যা অভিযোগ পেয়েছিলেন, তখন পোটীফর যোষেফকে কারাগারে রেখেছিলেন.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: মিশর, [যোষেফ , পোটীফর)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H6318