bn_tw/bible/names/memphis.md

1.2 KiB

মাম্ফী/মোফ

সংজ্ঞা:

মাম্ফী/মোফ ছিল একটা মিশরের প্রাচীন শহর, নীলনদের সঙ্গে |

  • মাম্ফী/মোফ নিম্ন মিশরে অবস্থিত ছিল, নীলনদের বদ্বীপের কিছুটা দক্ষিনে, যেখানকার মাটি খুব উর্বর এবং শস্য প্রচুর |
  • এটার উর্বর মাটি এবং গুরুত্বপূর্ণ উপরের এবং নিচের মিশরের অবস্থান মোফ শহরকে একটা ব্যবসা এবং বানিজ্যের প্রধান শহর করে তুলেছিল |

(অনুবাদের পরামর্শ: অনুবাদের নাম)

(এছড়াও দেখুন: মিশর, নীল নদ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4644, H5297