bn_tw/bible/names/luke.md

2.1 KiB

লূক

ঘটনা:

লূক নতুন নিয়মে দুটো বই লেখেন: লূক লিখিত সুসমাচার এবং প্রেরিতদের পুস্তক |

  • কলসীয়দের চিঠিতে পৌল লূককে একজন ডাক্তার বলে উল্লেখ করেছেন। পৌল এছাড়াও তার অন্য দুটো চিঠিতে লূকের কথা উল্লেখ করেছেন |
  • এটা মনে করা হত যে লূক ছিলেন একজন গ্রীক এবং একজন পরজাতীয় ব্যক্তি যিনি খ্রীষ্টকে জেনেছিলেন | তাঁর সুসমাচারে, লূক অন্তর্ভুক্ত করেন বিভিন্ন বর্ণনা যা তুলে ধরে যীশুর ভালবাসা সবার জন্য, উভয়ের যিহূদীর এবং পরজাতীর |
  • পৌলের মিশনারি যাত্রায় লূক দুবার সঙ্গে গিয়ে ছিলেন এবং তার কাজের তাকে সাহায্য করে ছিলেন |
  • কিছু প্রাথমিক মন্ডলী লেখাগুলিতে, বলা হয় যে লূক সিরিয়ায় আন্তিয়খিয়া শহরে জন্মগ্রহণ করেন।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আন্তিয়খিয়া, পৌল, সিরিয়ায়

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য: