bn_tw/bible/names/leviathan.md

1.7 KiB

লিবিয়াথন

ঘটনা:

“লিবিয়াথন" শব্দটা উল্লেখ করে একটা খুব বড়, বিলুপ্ত প্রাণীকে যা পুরাতন নিয়মের বই, ইয়োব, গীতসংহিতা এবং যিশাইয়ে উল্লেখ আছে |

  • লিবিয়াথনকে বোঝানো হয়েছে একটা বড়, সাপের মতো প্রানী, শক্তিশালী এবং ভয়ঙ্কর এবং তার চারিপাশের জলকে “ফোটানোর” ক্ষমতা রাখে | এটার বর্ণনা ডাইনোসরের সঙ্গে এক ছিল |
  • যিশাইয় ভাববাদী লিবিয়াথনকে উল্লেখ করেন “পিছলান সাপ” হিসাবে |
  • ইয়োব লেভিথাননের পুরোপুরি জ্ঞান থেকে লিখেছিলেন, তাই প্রাণীটি তার জীবদ্দশায় বেশিরভাগ জীবিত ছিল।

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: যিশাইয়, ইয়োব, সাপ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3882