bn_tw/bible/names/lebanon.md

2.2 KiB

লিবানোন

ঘটনা:

লিবানোন ছিল একটা সুন্দর পার্বতীয় এলাকা যা ভুমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত, ইস্রায়েলের উত্তরে | বাইবেলকালীন সময়ে এই এলাকা ঘন দেবদারু গাছে ভরা ছিল, যেমন এরসবৃক্ষ বিশেষ এবং সরলবর্গীয় চিরহরিত বৃক্ষ |

  • রাজা শলোমন ঈশ্বরের মন্দিরে ব্যবহারের জন্য লিবানোনে লোক পাঠিয়ে ছিলেন দেবদারু গাছ সংগ্রহ করতে |
  • প্রাচীন লিবানোন ছিল ফৈনকীয় লোকেদের বাসস্থান, যারা ছিল জাহাজ বানানোর দক্ষ কারীগর যা ব্যবহিত হত সফল ব্যবসায়ী কর্মের জন্য |
  • সোর এবং সীদোন শহর লিবানোন অবস্থিত ছিল | এটা ছিল এই শহরগুলো যাতে মূল্যবান রক্তবর্ণের রঙ প্রথম ব্যবহার করা হয়েছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: এরস, সরলবর্গীয় চিরহরিত বৃক্ষ, দেবদারু, ফৈনকীয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3844