bn_tw/bible/other/cedar.md

1.5 KiB

এরস, এরসের, এরস কাঠ

সংজ্ঞা:

“এরস” শব্দটা উল্লেখ করে একটি বড় দেবদারূ গাছের যাটার সাধারণত লালচে-বাদামী রঙের কাঠ হয় | অন্যান্য দেবদারু গাছের মত, এটি শঙ্কু এবং সুঁচের মত পাতা আছে |

  • পুরাতন নিয়ম প্রায়ই লেবাননে সম্পর্কিত এরসগাছ কথা উল্লেখ করে, যেখানে তারা প্রচুর পরিমাণে বেড়ে ওঠে।
  • যিরুশালেম মন্দির নির্মাণের কাজে এরসকাঠ ব্যবহার করা হয়েছিল।
  • এটা বলিদান এবং শুদ্ধিকরণ কাজেও ব্যবহিত হত |

(এছাড়াও দেখুন: দেবদারু, শুদ্ধ, বলিদান, মন্দির)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H730