bn_tw/bible/names/johntheapostle.md

4.7 KiB

যোহন (প্রেরিত)

ঘটনা

যোহন ছিল যীশুর বারোজন প্রেরিতের মধ্যে একজন এবং যীশুর নিকট বন্ধুদের মধ্যে তিনি ছিলেন একজন ৷

  • যোহন ও তার ভাই যাকোব ছিল সিবদিয় নামের এক জেলের পুত্র ৷

সুসমাচার বইতে তিনি যীশুর জীবন সম্পর্কে লিখেছেন, যোহন নিজে লিখেছেন যে তিনি ছিলেন যীশুর “এক শিষ্য যাকে যীশু খুব ভালবাসতেন”৷ বোধ হয় তিনি ইয়াই বলতে চেয়েছেন যে তিনি ছিলেন যীশুর এক বিশেষ বন্ধু ৷

  • প্রেরিত যোহন পাঁচটি নতুন নিয়মের বই লিখেছেন: একটি সুসমাচারের বই, যীশু খ্রিষ্টের প্রকাশিও বাক্য, ও বিশ্বাসীদের প্রতি লিখিত তিনটি পত্র ৷
  • প্রেরিত যোহন ছিল বাপ্তিষ্মদাতা যোহনের থেকে একজন সম্পূর্ণ আলাদা ব্যাক্তি ৷

(অনুবাদের পরামর্শগুলি : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: প্রেরিত, প্রকাশ, যাকোব (সিবদিয়ের পুত্র), যোহন (বাপ্তিষ্মদাতা), সিবদিয়)

বাইবেলের পদ সমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 36:01 একদিন যীশু তাঁর তিনজন শিষ্যদের সঙ্গে নিলেন পিতর, যোহন, এবং যোহনকে ৷ (যোহন নামের শিষ্যটি ছিল সেই যোহন ছিলেন না যে যীশুকে বাপ্তিস্ম দিয়েছে) তারা একটা উঁচু পাহাড়ে গেলেন ৷
  • 44:01 একদিন পিতর এবং যোহন তারা মনদীরে যাচ্ছিল ৷ যখন তারা মন্দীরের দরজারকাছে এসে পৌঁছালেন, তারা একটি খঞ্জ লোককে যে কিনা ভিক্ষে করছে ৷
  • 44:06 মন্দীরের পান্ডারা অত্যান্ত মর্মাহত ছিল কারণ পিতর ও যোহন যা বলেছে তাই শুনে ৷ সুতরাং তারা তদের বন্দী করে ও জেলে পুরে দেয় ৷
  • 44:07 পরের দিন যিহুদীয় নেতারা পিতর ও যোহনকে মহা যাজকের কাছে নিয়ে এলেন সেখানে অন্যান্য ধর্মীয় নেতারা ছিলেন ৷ তারা পিতর ও যোহনকে জিজ্ঞাসা করলেন, “কোন শক্তির দ্বারা তোমরা এই খঞ্জ কে সুস্থ করেছ ?” ৷
  • 44:09 ধ র্মীয় নেতারা একেবারে হতভম্ব হয়ে যায় পিতর ও যোহনের মার্জিত ভাষায় কথা শুনে কারণ তারা ছিল অশিক্ষিত ৷ কিন্তু তারা স্মরণ করলো যে এরা যীশুর সঙ্গে ছিল ৷ পরে তারা পিতর ও যোহনকে,ভয় দেখিয়ে ছেড়ে দেয় ৷

শব্দ তথ্য:

  • Strong's: G2491